Wednesday, 25 December 2019

মাননীয় সাংসদ দার্জিলিং শ্রী রাজু বিস্তা মহাশয়ের সাথে দ্বিতীয় সেবক সেতুর নির্মাণ এর দাবি নিয়ে সবিস্তারে আলোচনা


মাননীয় সাংসদ দার্জিলিং শ্রী রাজু বিস্তা মহাশয়ের সাথে দ্বিতীয় সেবক সেতুর নির্মাণ এর দাবি  নিয়ে সবিস্তারে আলোচনা হয় এবং তিনি সেবক দ্বিতীয় সেবক সেতুর প্রাসঙ্গিকতার সাথে সহমত প্রসন করে আমাদের আসস্ত করেছেন যে তিনি এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবেন এর সাথে তিনি কেন্দ্রীয় মন্ত্রী সড়ক পরিবহন দপ্তর শ্রী নিতিন গড়করি মহাশয়ের সাথে আলোচনা করে দ্রুত দ্বিতীয় সেবক সেতু নির্মাণকার্য শুরু করবার প্রক্রিয়া করাবেন বলে আসস্ত করেছেন l আমাদের ফোরাম এর পক্ষ থেকে আমাদের সম্পাদক ওনাকে অনুরোধ করেন  যাতে আমাদের এই রিজিওন এর ৩ জন সাংসদ মিলে এই দাবিটি  তুলে ধরেন তবেই দীর্ঘ দিনের এই স্বপ্ন পূরণ হবে । বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচল করা আমাদের জন্য খুবই দুর্যোগপূর্ণ ও প্রত্যেক এর জীবন  হাতে  নিয়ে যাওয়ার মত হই । আমরা খুবই  আশাবাদী  রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে আমাদের এই দাবি পূরণ করবার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন  । আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় যেই রিপোর্ট বা তথ্য সংগ্রহ করা হইছিলো সেইগুলো সব মাননীয় সাংসদ এর  হাতে তুলে দেওয়া হয় । সাংসদ মহাশয় খুব সুন্দর ভাবে আমাদের দাবি নিয়ে আমাদের পুরো টীমকে সাধুবাদ জানান এত জরুরি একটি দাবি ওনার কাছে তুলে ধরবার  জন্য । 

আমরা খুব আশাবাদী কিন্তু বিগত  দিনে আমরা বিভিন্ন মহলে  অনেক আশ্বাস  পেলেও, কোনোরূপ কাজের অগ্রগতি হতে দেখিনি l

এইবার আমরা পুরো টীম নিশ্চিত একত্রিত হয়েছি যতক্ষণ পর্যন্ত না আমাদের "দ্বিতীয় সেবক সেতুর নির্মাণের " কাজ শুরু হচ্ছে  ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে ।

প্রত্যেক সদস্যকে ও ডুয়ার্স অঞ্চলের সমগ্র স্তরের মানুষের কাছে অনুরোধ এই ভাবেই আমাদের  পাশে থাকবার ও সহযোগিতার  অনুরোধ জানাই ।

সম্পাদক 
ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস 

We Want Sevok Bridge 2 from Ellenbari to #Sevok# ##Dooars##Forum##For##Social##Reforms##


No comments:

Post a Comment