ময়নাগুড়ি, ৬ জুলাইঃ একরাতের বৃষ্টিতেই ভাসছে ময়নাগুড়ি বাজার এলাকা। বাজারের নিকাশিনালা প্রায় বুজে যাওয়ায় ক্রেতা-বিক্রেতারা প্রচণ্ড সমস্যায় পড়েছেন। মাছবাজার ও সবজি বাজারের অবস্থা সবথেকে খারাপ। সেখানে কাদার-জমা জল-আর্বজনার মধ্যে কেনাকাটা করতেই পারছেন না ক্রেতারা। নোংরা পরিবেশে দোকানে বসতে হচ্ছে ব্যবসায়ীদেরও। বাজারের পাশেই ময়নাগুড়ি গার্লস হাইস্কুল ফলে বাজারের আবর্জনা, নোংরা জল এসে জমছে স্কুলের রাস্তাতেও। সেই পেরিয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে ছাত্রীদের।
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির মুখপাত্র সুমিত সাহা বলেন, বাজারের দীর্ঘদিনের এই সমস্যা প্রশাসনকে বারবার বলেও মেটানো যায়নি। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু বলেন, বাজারটি পুরোপুরি অপরিকল্পিতভাবে তৈরি। তাই নিকাশি ব্যবস্থা তৈরি করা যায়নি। শীঘ্রই বাজারের হাল ফেরাতে পরিকল্পনা নেওয়া হবে।
ছবিঃ ময়নাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রীরা এভাবেই স্কুলে যাতায়াত করে বর্ষার দিনে।
Source : UttaraBanga Sambad
No comments:
Post a Comment