Wednesday, 20 October 2021

লক্ষাধিক টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে ব্যক্তিকে অপহরণ, গ্রেপ্তার ৩


১১ লক্ষাধিক টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় রাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হল তিন অভিযুক্তকে। ক্যাশ মানেজমেন্ট সার্ভিসে কর্মরত এক ব্যক্তি প্রায় ১১ লক্ষাধিক টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে কয়েক জন দুষ্কৃতী তাকে অপহরণ করে বলে অভিযোগ। এরপর এই বিষয়ে অপহৃত ব্যক্তির শ্যালক এনজিপি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে মালবাজারের ক্রান্তি এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এরপরই এই ঘটনায় রাজগঞ্জ থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম সঞ্জয় মোদক, শ্যামল রায় এবং আশিস বিশ্বাস। বুধবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। জানা গিয়েছে, অপহৃত ব্যক্তি পরিতোষ রায়, রেডিয়েন্ট ক্যাশ মানেজমেন্ট সার্ভিসে কাজ করেন। ঘটনার দিন বিভিন্ন কোম্পানি থেকে ১১ লক্ষ ৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি। ফুলবাড়ি থেকে শিলিগুড়ি আসার পথে কামরাঙ্গাগুড়ি এলাকায় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

No comments:

Post a Comment